শিশুস্বর্গ কিউ গার্ডেনস

বর্তমান সময়ে বাইরের জগতের চেয়ে ঘরেই বেশি সময় কাটায় শিশুরা। আগের মত মাঠে বা বাইরে খেলার চলটাও যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। এর কারণ, শিশুরা এখন ঝুঁকছে প্রযুক্তির দিকে। অনেকক্ষেত্রে আবার এই প্রযুক্তির প্রতি আসক্তও হয়ে পড়ছে শিশুরা। 

তাই নতুন প্রজন্মকে প্রকৃতির ব্যাপারে অনুপ্রাণিত করতে শিশুদের জন্য বিশেষ বাগান খুলেছে লন্ডনের রয়্যাল বোটানিক গার্ডেনস, কিউ। এখান থেকে শিখে পৃথিবীর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিশুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা সংশ্লিষ্টদের।

দশ হাজার বর্গমিটার এলাকা নিয়ে তৈরি হয়েছে বাগানটি। এখানে খেলার সাথে সাথে শিখবে শিশুরা। বাগানটিতে আছে কয়েক হাজার প্রজাতির গাছ। দুই থেকে ১২ বছরের শিশুদের প্রকৃতি ও গাছ নিয়ে শিক্ষা দেয়ার উদ্দেশ্যেই নেয়া হয়েছে এই উদ্যোগ। 

কিউ গার্ডেনসে শিশুরা

কিউ গার্ডেনসের উদ্যানবিদ্যার পরিচালক, রিচার্ড বারলে মনে করেন এর মাধ্যমে নতুন প্রজন্ম প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়তে পারবে এবং গাছ সম্পর্কে শিখতে পারবে।

“এটা গুরুত্বপূর্ণ কারন, নতুন প্রজন্মকে প্রাকৃতিক জগত সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং মূল্যায়ন করতে হবে। কারণ তারাই বিশ্বের ভবিষ্যৎ। পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করাটাই আমাদের লক্ষ্য”– বলেন রিচার্ড।

এর মাধ্যমে বর্তমান যুগের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত তরুণ প্রজন্ম নতুন কিছু শিখবে এবং প্রকৃতির সাথেও বন্ধুত্ব করবে বলে আশা এই বাগানের ডিজাইনার সুজি জুয়েলের। 

“আমি আশা করি তারা গাছের ব্যবহার সম্পর্কে জানতে পারবে। এখানে আসলে শিশুরা বাইরের জগতের সাথেও পরিচিত এবং অভ্যস্ত হতে পারবে। কারণ বর্তমান যুগের শিশুরা বেশিরভাগ সময় ঘরেই কাটায়। তাই এই বাগানের মূল বিষয়টাই হল বাইরে সময় কাটানো”, বলেন সুজি।

প্রতি বছর প্রায় ২১ লাখ পর্যটক আসে কিউ গার্ডেনসে। ১৭৫৯ সালে প্রতিষ্ঠিত এই কিউ গার্ডেনের বয়স এ বছর হবে ২৬০ বছর।