সেফুদা এবার রাজউক মডেল কলেজে

এবার রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরিক্ষা ২০১৯ এর  ইসলাম ও নৈতিক শিক্ষার সৃজনশীল প্রশ্নে হাজির হলেন সেফাতুল্লাহ ওরফে সেফুদা। গত ৪ জুলাই অনুষ্ঠিত ঐ পরীক্ষার ১নং প্রশ্ন ছিল নিম্নরূপ:

অদ্ভুত ধরনের এক মানুষ সেফাতুল্লাহ সেফুদা। সোস্যাল মিডিয়ায় সে বিভিন্ন রকম কুরুচিপুর্ণ মন্তব্য করে। তরুণদের উদ্দেশ্যে সে বলে, “মদ খাবি মানুষ হবি, দেখ আমি আরো এক গ্লাস খাইলাম”। তার কথার প্রতিবাদ করে একজন বিজ্ঞ আলেম বললেন, তার মধ্যে যদি ইমানের সর্ব প্রথম ও সর্বপ্রধান বিষয়ের প্রভাব পরিলক্ষিত হত, তাহলে সে হয়ে উঠত একজন আত্নসচেতন ও আত্ন মর্যাদাবান ব্যাক্তি।

(ক) আকাইদ কী?

(থ) ইসলামের নাম ইসলাম রাখা হয়েছে কেন?

(গ) বিজ্ঞ আলেমের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে, তা আমাদের জীবনে কী প্রভাব ফেলতে পারে? ব্যাখ্যা কর।

(ঘ) তরুণদের উদ্দেশ্যে দেয়া সেফুদার বক্তব্যটি কিসের শামিল? এর ফলাফল বিশ্লেষণ কর।

এরপরই সোস্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তোলপাড়। শিক্ষদের শিক্ষা দানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন অভিভাবক ও সাধারন মানুষ। শিক্ষকদের ব্যক্তিগত পাঠ্যভাস না থাকায় তাঁরা সোস্যাল মিডিয়া যা পাচ্ছেন তাই ছাত্রদের শেখাচ্ছেন।

হাসিব মাহমুদ বলেন, আদতে বাংলাদেশে সোস্যাল মিডিয়ার বাইরে কোন দেশ নেই। সোস্যাল মিডিয়াতে ভাইরাল না হলে আজকাল আর কোন কিছুতে সাড়া আসে না। এর বাইরের সবকিছু পরাবাস্তব। সেফুদা এই সোস্যাল মিডিয়া, অর্থাৎ দেশকে প্রতিনিধিত্ব করছেন।

মোস্তফা সেলিম মন্তব্য করেন, এরা কিভাবে শিক্ষক হয় যারা দশম শ্রেনীর জন্য এমন একটা প্রশ্নপত্র তৈরী করে!! সমাজের কাঠামোতে ঘুন ধরেছে এসব শিক্ষকদের নৈতিক শিক্ষা নেই। ওদের ওই পাঠ দেওয়া জরুরি।

এর আগে গত ১৭ এপ্রিল ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রের পরীক্ষায় মাল্টিপিল চয়েস কোয়েশ্চনে অন্যদের নামের সঙ্গে যুক্ত হয়েছিল পর্নস্টার সানি লিওন ও মিয়া খালিফার নাম। আর এমন ঘটনা ঘটতেই একেবারে হইচই পড়ে গিয়েছিল। অভিবাবকরা প্রশ্ন তুলেছিলেন, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার প্রশ্নে দুই জন বিখ্যাত পর্নতারকার নাম দেয়া হয়৷

গত এপ্রিল মাসের ঐ পরীক্ষাপত্রে নবম শ্রেণির বাংলা প্রথম পত্র পরীক্ষায় দুটি প্রশ্নের উত্তরের অপশনে সানি লিওন ও মিয়া খালিফার নাম উঠে এসেছিল। একটিতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আম-আটি ভেঁপুর রচয়িতা কে? সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বনফুল, কবীর চৌধুরীর সঙ্গেই সানি লিওনির নাম উঠে আসে! আর অন্য প্রশ্নটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? এতে অপশন দেওয়া হয় শফিউল চন্দ্র, সুবির চন্দ্র, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মিয়া খালিফা! আর অন্য প্রশ্নটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? এতে অপশন দেওয়া হয় শফিউল চন্দ্র, সুবির চন্দ্র, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মিয়া খালিফা!

শিক্ষা প্রতিষ্ঠানের এই আচরণে ক্ষুব্ধ অনেকেই৷ এই ধরণের প্রশ্নে নেতিবাচক প্রভাব পড়বে বলেই মত উঠে আসছে৷ যদিও রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছিলেন যে এটি অনিচ্ছাকৃত ভুল৷ এই বিষয়ে তিনি অবগত ছিলেন না৷ অন্যদিকে যিনি প্রশ্ন তৈরি করেছিলেন, সেই শিক্ষক জানিয়ে ছিলেন যে তিনি প্রশ্নগুলি করার সময় বুঝতেই পারেননি যে এটা নিয়ে এত বিতর্ক হবে৷