খালেদ মহিউদ্দিন, দ্যা টিম লিডার

ইয়াকুব আলী মিঠু: জার্মানীর জনপ্রীয় প্রচার মাধ‌্যম DW (ডয়চে ভেলে)। আন্তর্জাতিক এই প্রচার মাধ‌্য বিশ্বে বিভিন্ন ভাষায় তাদের অনুষ্ঠান সম্প্রচার করে। সম্প্রতি ডয়চে ভেলে’র  বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগ দিলেন সাম্প্রতিক সময়ের দেশ সেরা টিভি উপস্থাপক খালেদ মহিউদ্দিন। আজ খালেদ তাঁর ফেসবুক পেইজে ডয়চে ভেলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের একটি ছবি পোষ্ট করে বলেন, অফিসিয়ালি আমি এখন টিম লিডার, বাংলা বিভাগ।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দিন তাঁর সহকর্মীদের কাছে ছিলেন ভীষন জনপ্রীয়। সময়ের সাহসী এই সাংবাদিক লেজুড়বৃত্তি চর্চা না করে স্রোতের বিপরীতে হেঁটেছেন সব সময়। এমপি, মন্ত্রী থেকে শুরু করে প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্তা পর্যন্ত তার প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন। কোন প্রশ্ন কাকে করা যাবে বা যাবে না, এসব বিষয় তাকে কখনই বিচলিত করেনি। তাঁর উপস্থাপনায় দর্শক নন্দীত সেরা অনুষ্ঠান ছিল ‘আজকের বাংলাদেশ’।

বর্তমান সময়ে রাজনৈতিক টকশো যখন দর্শকদের কাছে নিতান্তই হয়ে উঠছিলো সাদামাটা বিনোদনের মাধ্যম তখন আজকের বাংলাদেশ দর্শদের দিয়েছে ভিন্নতা। সেখানে ক্ষমতাবানেরা মুখোমুখি হয়েছেন খালেদ মহিউ্দ্দন তথা জনতার। আজকের বাংলাদেশ ছিল জনতার আদালত। আজকের বাংলাদেশ, এডিটরস পিক কিংবা বাংলাদেশ জিজ্ঞাসা, সবকিছু ছাপিয়ে একজন খালেদ মুহিউদ্দীন হয়ে উঠেছিলেন জনপ্রিয়।

বিজয়১৯৭১/ঢাকা/২৫ মে ২০১৯